রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
সোনারগাঁ

সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, অ্যাসিসটেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, জঙ্গিবাদ, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে কোনো ধরনের বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদক ব্যবসা হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ জনগণকে সচেতন করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

RSS
Follow by Email