মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে অভিযানে গাঁজাসহ আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযানে ২০০ গ্রাম গাজাসহ ৩ যুবককে আটক করে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ওলিয়ার রহমান লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করে। এর আগে শুক্রবার সন্ধায় উপজেলার মেঘনা ঘাট হোলস সিমেন্ট ফ্যাক্টরি দুই নং গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন একই এলাকার জসিমউদ্দিন, কাউসার ও জাহিদ।

এসআই ওলিয়ার রহমান বলেন, গোপন তথ্য পেয়ে আমাদের ওসি স্যারের নিদের্শে অভিযান পরিচালনা করি। এসময় ঐ এলাকার আটককৃত জসিম উদ্দিনের ওয়াকসপ দোকানের পিছনে রুম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ কাউসার ও জাহিদকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email