বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
আদালতজেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সোনারগাঁয়ের ২ মামলায় গিয়াসউদ্দিনের রিমান্ড নামঞ্জুর

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ২টি মামলায় রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। তিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় সোনারগাঁ আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁয় ২ টি মামলা রয়েছে। তিনি উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় সোনারগাঁ আদালতে শুনানী শেষে রিমান্ডের জামিন না মঞ্জুর করে। শুনানীতে উপস্থিত ছিলেন কোর্ট সাব ইন্সপেক্টর আতিকুর রহমান।

উল্লেখ্য, ৫ জুন গিয়াসউদ্দিনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন স্থগিত করে নারায়ণগঞ্জের তিনটি আমলী আদালত। এদিন নারায়ণগঞ্জের তিন থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে, নারায়ণগঞ্জের বিভিন্ন থানার ১৩টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করায় তার রিমান্ড শুনানী স্থগিত করে আদালত।

RSS
Follow by Email