সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
Led04রাজনীতি

সোনারগাঁয়ের যুবদল নেতার ভাইয়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনের বড়ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে লাইভ নারায়ণগঞ্জকে পাঠানো এক বার্তায় শোক জ্ঞাপন করা হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ৮ টায় হৃদরোগ জনিত কারনে মৃত্যুবরণ করেন শহিদুর রহমান স্বপনের বড় ভাই হান্নানুর রহমান রতন। রাতে অসুস্থ বোধ করলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানায় পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৯ বছর। পরিবারে তার ৪ ভাই, ৫ বোন ও ২ ছেলে মেয়েকে রেখে পরলোক গমন করেন তিনি

RSS
Follow by Email