সোনারগাঁয়ের মেলাটি সংস্কৃতিক জগতে একটি গুরুত্বপূর্ণ দিক: মোস্তফা সরয়ার ফারুকী
লাইভ নারায়ণগঞ্জ: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পিছনে কোন রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোককারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিল সেটা বারবার খেয়াল রাখতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মোস্তফা সরয়ার ফারুকী এ কথা বলেন।
তিনি বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, এখানে যে বড় মেলা হয় এটা বাংলাদেশের মানুষের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছানো উচিত। এ মেলাটি সংস্কৃতিক জগতে একটি গুরুত্বপূর্ণ দিক। এই মেলাকে কেন্দ্র করে যদি সারা বছর কারু শিল্পীদের কারুপণ্য প্রদর্শন করা যায় তাহলে অনেক ভালো হবে।
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. মফিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন) মো. নাইমুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার।