মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
রাজনীতিসোনারগাঁ

সোনারগাঁয়ে ১০ বছর যাবত নৌকার এমপি নাই: আলী হায়দার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেছেন, আগামী ২০২৪ সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ অবাধ ভাবে ভোট দিবে। সংবিধান অনুযায়ী যে নির্বাচন হবে তাতে জনগন আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগনের ভোটে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন।

সোনারগাঁয়ে নৌকার মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে যুবলীগের এই সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ ১০ বছর যাবত সোনারগাঁয়ে আমাদের নৌকার কোন এমপি নাই। আমরা সবাই খুবি উজ্জিবিত যে, এই বছর আমাদের আব্দুল্লাহ আল কায়সারকে নৌকা মার্কার মনোনয়ন দিয়ে তাকে সংসদ সদস্য বানাবেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের দলের সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীর কাছে আমাদের আহ্বান থাকবে। আমরা আগামীতে কায়সার হাসনাত ভাইকে এমপি হিসেবে আগামীতে দেখতে চাই।

আওয়ামী লীগের সমাবেশে গণমাধ্যমের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় আলী হায়দার এসব কথা বলেন।

RSS
Follow by Email