শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
Led01সোনারগাঁ

সোনারগাঁয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের অভিযোগ, পুলিশের ওপর হামলা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় কুমিল্লার মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে, যেখানে হামলায় ৩০-৪০ জন গ্রামবাসী অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান এবং আরও দুই পুলিশ সদস্য একটি হত্যাচেষ্টা মামলার আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তারের জন্য বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালান। এ সময় মহসিনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হলে আসামির সহযোগীরা এবং স্থানীয় প্রায় ৩০-৪০ জন লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলার মুখে তারা হাতকড়াসহ মহসিনকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলার সময় এক বিকাশ দোকানদারের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলেও জানা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে আসামির হাতকড়াটি উদ্ধার করা গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, “খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। মেঘনা থানা যদি লিখিত অভিযোগ দেয়, তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”

RSS
Follow by Email