বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সোনারগাঁয়ে সাবেক কাউন্সিলরসহ বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: নাশকতা মামলায় সোনারগাঁয়ে বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন-পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন, সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন ও সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাদিম হোসেন।

সোনারগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন মিয়া বলেন, আমাদের সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার অফিযান পরিচালনা করে বিএনপির ৪নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা জেলা হাজতে রয়েছে।

RSS
Follow by Email