শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

লাইভ নারায়ণগঞ্জ: কক্সবাজার থেকে পণ্য আনা-নেওয়ার আড়ালে মাদক বহনের তথ্য ছিল পুলিশের কাছে।

অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পন্যবাহী ট্রাকটিতে তল্লাশী চালালে বেড়িয়ে আসে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা।

ঢাকা-চট্টগ্রামের সোনারগাঁয়ের পিরোজপুরের নিউ টাউন এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পন্যবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার করা হয়েছে কামাল উদ্দিন (৩৭) নামের এক ব্যক্তিকে। সে কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের ছেলে।

সোনারগাঁ থানা পুলিশ জানান, এস আই আলমগীর হোসেন সংগীর ফোর্সসহ থানা এলাকায় ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পন্যবাহী ট্রাকে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা চালান বিক্রয়ের জন্য ঢাকার উদ্দেশ্য আসছে। পরে পিরোজপুর ইউনিয়ন এর নিউ টাউনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email