শুক্রবার, মে ১৬, ২০২৫
Led04আদালতসোনারগাঁ

সোনারগাঁয়ে সরকারি জমিতে অবৈধ দখলদার উচ্ছেদ: ৬ঘন্টার অভিযানে মুক্ত মহাসড়ক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, সরকারি জমিতে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী ওই উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ ও সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজের নেতৃত্বে এই অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও আনসার সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। উচ্ছেদ কার্যক্রমে ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের কর্মীরাও অংশ নেন।

এই অভিযানে বিভিন্ন মিষ্টির দোকান ও ঔষধের ফার্মেসীসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মহাসড়কের পাশে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

RSS
Follow by Email