সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোনারগাঁস্বাস্থ্য

সোনারগাঁয়ে শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

লাইভ নারায়ণগঞ্জ: টাইফয়েড সংক্রমণের উচ্চ ঝুঁকি মোকাবিলায় সোনারগাঁও উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই ক্যাম্পেইনের আওতায় ১ লাখ ২৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার উপজেলার বারদী হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব।

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ-২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের অন্যতম উচ্চঝুঁকিপূর্ণ টাইফয়েড সংক্রমণপ্রবণ দেশ। এই সমীক্ষা অনুসারে, বাংলাদেশে বছরে প্রায় ৪ লাখ ৭৭ হাজার ৫১৮ জন টাইফয়েড রোগী শনাক্ত হয়, অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের মধ্যে ২৯০ জন এই জ্বরে আক্রান্ত হন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে ৬১ শতাংশ রোগীই ১৫ বছরের কম বয়সী শিশু, যা সংক্রমণের ‘খুব উচ্চ’ হার নির্দেশ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব বলেন, “টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা দিলে শিশুরা এই মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। তাই প্রত্যেক অভিভাবককে আহ্বান জানাই, জন্মনিবন্ধন থাকুক বা না থাকুক, আপনারা অবশ্যই আপনার শিশুর টিকাদান সম্পন্ন করুন।”

তিনি আরও জানান, এই টিকাদান কার্যক্রম দুই ধাপে চলবে। যেসব শিশু নির্ধারিত দিনে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কমিউনিটি সেন্টারে টিকা নিতে পারবে না, তারা সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে পারবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী যারা ১৫ বছরের নিচে এবং টাইফয়েড সংক্রমণের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য জাতীয়ভাবে এই ধরনের টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RSS
Follow by Email