বুধবার, জুলাই ২, ২০২৫
Led02Led04সোনারগাঁ

সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. ফারুক।

নিহত গৃহবধুর নাম মোছা. মিথিলা আক্তার (২০)। সে সোনারগাঁ উপজেলার মদনপুর এলাকার সাব্বির মিয়ার স্ত্রী। গ্রামের বাড়ি নাটোর জেলার সদরে।

নিহতের স্বামী সাব্বির জানান, রাতের দিকে রিক্সায় করে আমরা বাসায় ফেরার পথে বালুর মাঠ এলাকায় রিকশার চাকার সঙ্গে অসাবধানতাবশত মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

RSS
Follow by Email