রবিবার, আগস্ট ১০, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছেন পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক ‘মাদক কারবারি’। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (২২)। সে মাগুরা জেলার সদর থানার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা

সোনারগাঁও থানার এসআই পংকজ কুমার আচার্য জানান, গ্রেপ্তারকৃত রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

RSS
Follow by Email