সোনারগাঁয়ে যুবক আটক, দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে, এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকরাম উজ্জামান তার সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করেন। সেখানে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।
তল্লাশির এক পর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা “J.B পরিবহন” (চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩) নামক একটি বাসকে থামার সংকেত দেওয়া হয়। বাসটি থামানোর পর পুলিশ সদস্যরা বাসের ভেতরে ঢুকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় সি-৩ সিটে বসা এক ব্যক্তি কৌশলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নিজের পরিচয় দেন মো. সৈয়দুল আমিন (৩৫)। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল। বর্তমানে তিনি একই থানার নয়াপাড়ায় বসবাস করেন। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, মাদক কারবারি চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।