সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led04আদালত

সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে সোনারগাঁয়ের বারদী বাজার এবং ঝাউচর এলাকায় এই অভিযান দুটি চালানো হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, বারদী বাজার এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। আরিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন এবং দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।

একই রাতে ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার মামুনকে (২৫) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email