রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের একটি চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত ফ্রেশ চিনির কারখানায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মেঘনা গ্রুপের নিজস্ব পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত ফ্রেশ চিনির কারখানার একটি সাইলোতে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত পাশের আরও কয়েকটি সাইলোতে ছড়িয়ে পড়ে।

কারখানার কর্মচারী সজল সরকার জানান, “সীড ক্যারেসিন সাইলো থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত অন্য সাইলোতেও আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা গ্রুপের চিনি কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

RSS
Follow by Email