সোনারগাঁয়ে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার পাচানী গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে মাঠে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম সিরাজ মিয়া (৫০), যিনি সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে সিরাজ মিয়া তার সবজি খেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।