সোনারগাঁয়ে বিস্ফোরণ: দগ্ধ মানবের মৃত্যু, আরও চারজন চিকিৎসাধীন
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মানব চৌধুরী (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান মানব চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মৃত্যুর পর পরিবারের বাকি চার সদস্য এখনও চিকিৎসাধীন।
দগ্ধ হওয়া বাকি সদস্যরা হলেন তার স্ত্রী বাচা চৌধুরী (৪৫), যার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল; তিন মেয়ে তিন্নি (২২), মুন্নি (২৮) এবং মৌরি (৩৬)। তিন্নি, মুন্নি ও মৌরির যথাক্রমে ২২, ২৮ এবং ৩৬ শতাংশ দগ্ধ হয়।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার একটি বসতবাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মানব চৌধুরীসহ তার পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহত মানব চৌধুরী একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। চাকরির সুবাদে তিনি তার পরিবার নিয়ে কাঁচপুর এলাকায় বসবাস করতেন।