সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led05সোনারগাঁ

সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জন আটক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২১ আগস্ট) র‍্যাব-১১-এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজা, ১৯৭ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহঙ্গীর আলম (২৫), তরিকুল ইসলাম (২৮), মো. দুলু মিয়া (২৮), মো. নাসির (৩৫), তরিকুল ইসলাম (৩১) এবং মো. আশিক মিয়া (২৬)। তাদের মধ্যে প্রথম চারজন কুমিল্লা, নড়াইল ও কুড়িগ্রামের এবং বাকি দুজন নারায়ণগঞ্জের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় মাদক এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email