শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
Led02সোনারগাঁ

সোনারগাঁয়ে নারী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বাস থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী “এশিয়া এয়ারকন” নামের একটি বাসকে থামানো হয়। এ সময় বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে মোসা. হাওয়া বেগম (৩৮) নামের ওই নারীকে নারী পুলিশের সহায়তায় আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে হাওয়া বেগম জানান, তার বাবার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ থানার পূর্ব হাটিলা গ্রামে এবং স্বামীর বাড়ি একই থানার হাড়িয়া ইন গ্রামে। তিনি বর্তমানে হাজীগঞ্জের মকিনাবাদে থাকেন।

পরে হাওয়া বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email