সোনারগাঁয়ে নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. সুমাইয়া ইয়াকুব। এর আগে এ পদে দায়িত্বে ছিলেন ডা. শারমিন আহমেদ তিথি, যিনি বদলি হয়ে গেছেন।
গাজীপুর জেলার বাসিন্দা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব গত ২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই পদে কাজ করেছেন।
গত ২৬ আগস্ট সকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, তার প্রধান লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালের সেবার মান উন্নত করা। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
ডা. সুমাইয়া ইয়াকুব আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সোনারগাঁও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও এগিয়ে যাবে।