সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

লাইভ নারায়ণগঞ্জ: মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ২ জন। আহত হয়েছে আরও ৩ জন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় শুক্রবার রাতে এই এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দু’জনই রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।

লিবিদ্ধ ফেরদৌসের ভাই শান্ত ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় উপজেলার পাকুন্দা এলাকায় বাবুরবাজার খেলার মাঠে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সুটার রিয়াজ ও আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে কুপিয়ে আহত করে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ সহ পাঁচজন আহত হয়।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।

RSS
Follow by Email