সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহী নিহত

লাইভ নারায়ণগঞ্জ:সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তানিয়া আক্তার (২০)। এ সময় আল-আমিন নামে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে মদনপুর বারাকাহ হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত তানিয়া আক্তার মোটরসাইকেল চালকের স্ত্রী। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি মেহাচর এলাকার বাসিন্দা।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকাহ হাসপাতালে নিলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন। দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।

RSS
Follow by Email