সোনারগাঁয়ে ট্রাকচাপায় যুবক নিহত
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মদনপুর থেকে আড়াইহাজারগামী একটি মালবাহী ট্রাক, রাস্তা পারাপারের সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মহিদুল শেখ (২৪)। সে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখের ছেলে। তিনি সোনারগাঁওয়ের বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মহিদুল শেখ কাজ শেষে বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় মদনপুর থেকে আড়াইহাজারগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর পথচারী ও এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি তালতলা এলাকায় আটক করা হলেও, চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহত মহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল হক জানান, “ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”