সোনারগাঁয়ে ঘুরতে এসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মশসুদ মঞ্জুর বর্ষ গাজীপুর জেলার কালীগঞ্জের বাসিন্দা শেখ মঞ্জুর বারির ছেলে এবং বিইউপি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বন্ধু বর্ণিল সপ্তর্সি জানান, সকালে তারা ছয় থেকে সাতজন বন্ধু মিলে সোনারগাঁয়ে ঘুরতে যান। সেখানে একটি ফার্ম হাউসে দুপুরের দিকে তারা পুকুরে সাঁতার কাটতে নামেন। সাঁতারের একপর্যায়ে মশসুদ পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।