বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03সোনারগাঁ

সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নারীর লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এম এ বারী।

তিনি জানান, কে বা কারা কেন ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জানা যায়নি। মৃত্যুর পর ওই নারীকে ছাড়া অন্য কাউকে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের জানানোর পর আমরা মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা নাম পরিচয় জানার চেষ্টা করছি।

ওসি বলেন, ইতোমধ্যে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RSS
Follow by Email