সোনারগাঁও থানার নতুন ওসি মফিজ উদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানায় নতুন ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবে যোগদান করেছেন মফিজ উদ্দিন। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, মফিজ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার অপরাধ শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সোনারগাঁ থানায় বদলি করা হয়।
মফিজ উদ্দিন ২০০৩ সালে বাংলাদেশ পুলিশের নিরস্ত্র শাখায় যোগ দেন। তিনি ভোলা জেলার বাসিন্দা এবং পেশাদারিত্ব ও দক্ষতার জন্য পরিচিত।