শুক্রবার, আগস্ট ১, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁও ওসি ইসমাইল ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবে যোগদানের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আসিফ ইমাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রশাসনিক কারণে ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।”

এর মাত্র তিনদিন আগে, গত ৭ জুলাই, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবে পদায়ন করেছিলেন। এর আগে সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন মফিজুর রহমান।

উল্লেখ্য, তিনদিনের মাথায় প্রত্যাহার হওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন এর পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাকে ওই থানা থেকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

RSS
Follow by Email