মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
Led04সোনারগাঁ

সোনারগাঁও এক ব্যাক্তি আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে। ব্যক্তির নাম আবু সাইদ (৪১)। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাশেদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ২ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন বেলাবো সাকিনস্থ জনৈক আবু সাইদ এর বসত বাড়ির উঠানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত আবু সাইদ (৪১) মৃত-সিরাজ উদ্দিন ও মৃত-খোরশেদা বেগমের ছেলে এবং তিনি বেলাবো গ্রামের স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আবু সাইদের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

RSS
Follow by Email