শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led01Led02অর্থনীতিসোনারগাঁ

সোনাগাঁয়ে মেঘনা গ্রুপের আগুন ৪ ঘন্টায় নিয়ন্ত্রণে

লাইভ নারায়ণগঞ্জ: প্রায় ৪ ঘন্টা ফায়ার সার্ভিসের চেষ্টায় সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ভোর সোয়া ৪টায় উপজেলার ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়েছে। নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভে যায়নি।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ছয়টি স্টেশনের ১২ ইউনিট চার ঘন্টায় চেষ্টায় ৯ ১০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।

RSS
Follow by Email