সেলিম-শামীম ওসমানের কথা ব্যাতিত হোসিয়ারীর কমিটি হতে পারতো না: এড. সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক হীনতার যে সংস্কৃতি চালু হয়েছিল বিশেষ করে নারায়ণগঞ্জে সুদু হুসিয়ারী সমিতি না নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, একটা মসজিদ কমিটি থেকে শুরু করে যে কোন কমিটি বলেন, সকল ক্ষেত্রে একটা দানোবের প্রভাব ১৫ বছর আমরা দেখেছি। ৫ আগস্ট বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, সকল রাজনৈতিক দল ও ছাত্র জনতার মূল উদ্দেশ্য হলো এই দেমের গণতন্ত্র লাইন চ্যুত হয়েছে সেই লাইন চ্যুত থেকে গণতন্ত্রের মুল দ্বারায় ট্রেনকে লাইনের মধ্যে ফিরিয়ে আনা। সেই লক্ষ্যে আমরা ঘোষণা দিয়েছি, যে মানুষের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা রয়েছে সেই চর্চা পূর্ণ প্রতিষ্ঠার জন্য নারায়ণগঞ্জে যতগুলো ব্যাবসায়ী প্রতিষ্ঠান, আইনজীবী সমিতি থেকে শুরু করে বিকেএমই, বিজেএমই, হোসিয়ারী সমিতি থেকে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ আমরা শুরু করব। নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হিসাবে পরিচিত, এই প্রাচ্যের ড্যান্ডি হবার পিছনে একটা আবদান রয়েছে এই হোসিয়ারীর, হোসিয়ারী ব্যাবসা এই নারায়ণগঞ্জকে পৃথিবীর বুকে পরিচিত করেছেন। এই হোসিয়ারী শিল্পকে ইতিপূর্বে দংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হৃদমপ্লাজা কমিউনিটি সেন্টারে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের পরিচিতি সভা তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, এই হোসিয়ারী সমিতিকে একটি পরিবার থেকে নিয়ন্ত্রণ করা হতো, ওই সেলিম ওসমান, শামীম ওসমানের কথা ব্যাতিত কোনো হোসিয়ারীর কমিটি হতে পারতো না। তারা ( ওসমান পরিবার) যাকে ইচ্ছে ভোটার বানাত, তারা যাকে মনোনয়ন দিতো তারাই পরিচালক বা অন্যান্য পদে নির্বাচিত হতো। আমরা বলি নাই কাউকে ভোট দিতে, আমরা বলেছি আপনাদের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের ভোট দেওয়ার যে মানসিকতা সেটা ফিরিয়ে আনতে হবে।