রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led01রাজনীতি

সেলিম-খোকাকে ‘আপদ’ বললেন হাই

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫টি সংসদীয় আসন। এর মধ্যে ২টিতে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হওয়া জোটের শরীক দল জাতীয়পার্টির প্রার্থীরা। বর্তমানে এ দু’টি আসনকেই ‘আপদ’ বলে আখ্যায়িত করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা। আসন্ন নির্বাচনে তাঁরা চাইছে ৫টি আসনেই নৌকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে সোমবার (২১ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় নেতাকর্মীরা এমন দাবি জানান।

আসন দু’টির একটিতে রয়েছেন নারায়ণগঞ্জের ঐতিয্যবাহী ওসমান পরিবারের সদস্য একেএম সেলিম ওসমান। অন্যটিতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, ঢাকা বিভাগের মধ্যে কোথাও লাঙ্গল নাই। আমাদের উপরে আইসা জ্বীনের মতো ভর করছে। এই দুইটা আসনে লাঙ্গল দেওয়ার কারণে আমরা ডিস্টার্ব ফিল করছি। রাজাকারের ছেলেরা চেয়ারম্যান হচ্ছে, রাজাকারের ছেলেরা মাঝে মাঝে লাঠি দিয়ে আওয়ামী লীগকে পিটায়। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বিচার চেয়েও বিচার পাই না। যদি জোট থাকে, তারপরেও আমরা আশা করবো এই দুইটাকে যেন অন্য জায়গায় সড়িয়ে দেন।

সভা থেকেই কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে আবদুল হাই বলেন, এই দুই আপদ আপনারা অন্য জায়গায় নিয়ে যান। আমরা তাদের দায় দায়িত্ব নিতে চাই না। তারা যা খুশি তা করবে, এটা আমরা মানতে পারি না। আপনারা ৫টা আসনেই নৌকা চান, এখন দলের পক্ষ থেকে যদি নেত্রী দেয়, তাহলে ৫টার দায়িত্বও আমরা নিবো। নেত্রীর বিশাল কর্মীবাহিনী নারায়ণগঞ্জে আছে।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান দিপু বলেন, ১৫ বছর যাবত নারায়ণগঞ্জ-৩, ৫ এবং ৪ আসনের ফতুল্লার কিছু অংশে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি-জামাত দ্বারা নির্যাতিত। এই নির্যাতনের হাত থেকে আমরা মুক্তি পেতে চাই। আমাদের দাবি হচ্ছে ৫টি আসেন নৌকা চাই। খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছে। একই ভাবে করেছে এরশাদও। একই অপরাধে ২ জন অপরাধী। আজকে তারাই বড় বড় কথা বলে। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে জামাতও পায় নাই আর ঢাকা ১৭ আসনে টিকটক হিরো আলমের চেয়ে কম ভোট পেয়েছে। নারায়ণগঞ্জে এসে বাহাদুরী করে। তারা বলে, লাঙ্গল ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। আমরা বলছি, আমরা ৫টি আসনেই লাঙ্গল ছাড়া ক্ষমতায় যাবো। ইনশাআল্লাহ।

RSS
Follow by Email