রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েবন্দররাজনীতি

সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকার সিদ্ধান্ত মাথা পেতে নেবো: দুলাল

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল বলেন, আমরা জনপ্রিয় নেতা ও প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সৈনিক। আমাদের এখন বর্তমান অভিভাবক একেএম সেলিম ওসমান এবং লিয়াকত হোসেন খোকা। উনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মাথা পেতে নিবো। যে সিদ্ধান্ত আসবে আমরা সে সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন করব।

শুক্রবার (৩ মে) বন্দরের মিনাবাড়ি এলাকায় জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠানে এ কথা বলেনমোদাচ্ছেরুল হক দুলাল।

কর্মীসভায় বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়ালসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা।

RSS
Follow by Email