বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
Led03রাজনীতি

সেলিম ওসমান ও আইভীকে গ্রেপ্তারের দাবিতে টিপুর আল্টিমেটাম

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, খুনি সেলিম ওসমান ও মেয়র আইভী গ্রেফতার না হওয়ায় তারা গোপন বৈঠক করে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন নারায়ণগঞ্জকে অস্থিশীল করার জন্য। সুতরাং সেলিম ওসমান ও আইভীকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর যদি তাদেরকে গ্ৰেপ্তার করা না হয় তাহলে সমস্ত দায়ভার প্রশাসনকে নিতে হবে।

বুধবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ১১নং ওয়ার্ডের এলাকায় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে প্রশাসনকে এ ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন এড. টিপু। বিক্ষোভ মিছিলটি এম সার্কেস থেকে শুরু করে হাজীগঞ্জ মোড় হয়ে সরদার পাড়া রোড় দিয়ে ১২নং ওয়ার্ডের খানপুর রেললাইন বৌবাজার হয়ে ডনচেম্বার দিয়ে মিশপাড়া এসে শেষ হয়।

বক্তব্য তিনি আরও বলেন, গত ৫ই আগস্ট সাঈদ, মুগ্ধ ও স্বজনের রক্তের বিনিময়ে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আবারো বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করার জন্য তার নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগদের দিয়ে তারা এক মাস ব্যাপী কর্মসূচি দিয়েছে। আর তারেক রহমানের সৈনিকেরা বেঁচে থাকতে নারায়ণগঞ্জে কোন ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগকে রাজপথে দাঁড়াতে দিব না। মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি থানা ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা আপনারা প্রস্তুত থাকবেন যেখানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগদেরকে যেখানেই পাবেন তাদেরকে প্রতিহত করে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। আমাদের কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আওয়ামী লীগের ও অগণতান্ত্রিক কর্মসূচি ও নৈরাজ্যকে প্রতিহত করতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্রামীরা রাজপথে আছে এবং থাকবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়েজ উল্লাহ সজল, হাবিবুর রহমান মাসুদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা কাজী নাঈম, আল আরিফ, মনির হোসেন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email