সেলিম ওসমানের প্রেসক্রিপশনে শিল্পপতিরা মনোনয়ন শিকারে নেমেছেন: সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা আদালতপাড়ায় গণসংযোগে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, এবং ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন।
গণসংযোগে সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, “সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা বিএনপির মনোনয়ন শিকার করার জন্য নেমেছেন, তারা আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে সেলিম ওসমানের পক্ষে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “আমরা যারা ১৫ বছর ধরে মাঠে ছিলাম, আমাদের মধ্যে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকেই আমরা মেনে নেব। কিন্তু বহিরাগত কোনো শিল্পপতিকে মেনে নেব না। এই অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং তারেক রহমানের কাছে প্রমাণ তুলে ধরবো।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, “আমরা যে প্যানেল দিয়েছি, এই ১৭ জনকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও খালেদা জিয়াকে উপহার দেবো।”
প্রচারণায় প্যানেলের অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়নসহ অন্যান্যরা।