মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
জেলাজুড়েবন্দররাজনীতি

সেলিম ওসমানের জন্য নয়, নিজেদের স্বার্থে তাকে ভোট দেয়া দরকার: কাজীম উদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: আমাদের সেলিম ওসমানের জন্য নয়, আমাদের নিজের উন্নয়নে জন্য, এই এলাকার উন্নয়নের স্বার্থের সেলিম ওসমানকে বিপুল ভোটে জয়লাভ করা দরকার বলে মন্তব্য করেছেন বন্দর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আজ সভায় জনগনের উপস্থিত দেখে আমি নিশ্চত হয়েছি। আজ আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে দ্বাদশ নির্বাচনে ৭ই জানুয়ারি আপনারা সেলিম ওসমানকে কতটুকু ভোট দিবেন। আগামী ৭ তারিখ আপনাদের সকল কাজ ছেড়ে, আপনারা আপনাদের মা বোনকে নিয়ে আপনাদের নৈতিক দায়িত্ পালন করতে যাবেন। ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে যাবেন এবং আপনার ভোট দেবেন। আপনারা সেলিম ওসমানকে লাঙ্গল মার্কায় ভোট দিন জয়লাভ করাবেন বলে আমি আশাবাদী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমুখ।

RSS
Follow by Email