বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
রাজনীতিসদর

সেলিম ওসমানকে প্রবীর কুমার ‘যত ঝড়-তুফান আসুক, পাশেই থাকবো’

লাইভ নারায়ণগঞ্জ: এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা বলেছেন, আমরা বিভিন্ন অসাম্প্রদায়ীক সিদ্ধান্ত নিয়েছি। যা আপনাদের (ওসমান পরিবার) পরিবার থেকেই আমরা সাহস-ভরসা পেয়ে থাকি। আমরা দেখেছি, নারায়ণগঞ্জে যখনই কিছু ঘটে, আপনারা সব কিছু ত্যাগ করে আমাদের পাশে দাঁড়ান। এমন সময় গুজব রটানোর চেষ্টা অনেকেই করবে, তবে আমরা এক। আমরা কেউ গুজবে কান দিবো না। যাতে আমাদের পূজা সুন্দর হয়।

দুর্গোৎসব উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

তিনি বলেন, সামনে নির্বাচন আপনি আমাদের সেলিম ভাই, আপনার পাশে আমরা আগেও ছিলাম, এখনো আছি; ভবিষ্যতেও যত ঝড়-তুফানই আসুক আমরা আপনার পাশেই থাকবো।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সংকর কুমার দে’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ড এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টি প্রমুখ।

RSS
Follow by Email