সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
Led04সদর

সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

লাইভ নারায়ণগঞ্জ: সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে প্রাণহানি বন্ধ করতে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই ধরনের দুর্ঘটনা রোধে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৫ জন পরিচ্ছন্নকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের জীবন রক্ষা করা।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় নগরীর মণ্ডলপাড়ায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে। প্রশিক্ষণে সেপটিক ট্যাংকের ভেতরে থাকা দূষিত গ্যাস অপসারণের কৌশল শেখানো হয়। এ সময় স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে কীভাবে ট্যাংকের মধ্যে বাতাস সরবরাহ করতে হয়, তার কৌশল প্রদর্শন করা হয়। পরিচ্ছন্নকর্মীদের সচেতন করতে একটি বড় পর্দায় বিভিন্ন পদ্ধতিও দেখানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানি ঘটছে। নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শহর এবং প্রতিটি বড় ভবনেই সেপটিক ট্যাংক আছে। আমরা সে কথা চিন্তা করেই এই প্রশিক্ষণ দিচ্ছি, যাতে যারা এই কাজ করেন, তাদের সচেতনতা বাড়ে এবং প্রাণহানি রোধ করা যায়।”

তিনি আরও বলেন, “অনেক সময় শ্রমিকরা সেপটিক ট্যাংকের ঢাকনা খোলার পরপরই ভেতরে ঢুকে যায়। দীর্ঘদিন ধরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারায় এবং মারাও যায়। এর মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। কিন্তু তারা যদি একটু অপেক্ষা করে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার পরে ভেতরে ঢোকে, তাহলে এই দুর্ঘটনা ঘটে না।”

ফায়ার সার্ভিস আশা করছে, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দুর্ঘটনা কমে আসবে। প্রশিক্ষণ পর্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান, ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে, বিসিকেও একই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

RSS
Follow by Email