সেপটিক ট্যাংকের বিপদ এড়াতে শ্রমিকদের ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ
# আমরা চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক: আব্দুল্লাহ আল আরেফিন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ও ভেতরে আটকা পড়ে মৃত্যুর মতো দুর্ঘটনা রোধে শ্রমিকদের সচেতনতা বাড়াতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার বিসিক ফায়ার স্টেশনে আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নকর্মী অংশ নেন। সেপটিক ট্যাংক বা বদ্ধ জায়গায় কাজ করার সময় কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে তাদের হাতে-কলমে শেখানো হয়।
নারায়ণগঞ্জে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি বলেন, “প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কারণ, সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ থাকলে ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হয়। শ্রমিক ভেতরে প্রবেশ করার পর মাত্র এক-দু’বার শ্বাস নিলেই জ্ঞান হারায় এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে।”
আরেফিন আরও বলেন, “আমরা চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক। তাই শ্রমিকরা যখন কোনো বন্ধ জায়গায় প্রবেশ করবেন, প্রথমে ভেতরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করাতে হবে। সেফটি ট্যাংকে পানির স্প্রে করা ও গাছের ডালের ঝাঁকুনি দিয়ে ভেতরের বিষাক্ত গ্যাস অপসারণ করতে হবে। তাহলেই শ্রমিকরা নিরাপদে থাকবেন।”
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরদার শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নির্মাণ ও পরিচ্ছন্ন শ্রমিকদের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের জীবনের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।