বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Led04সোনারগাঁ

সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির চেষ্টা করতে গিয়ে ৮ জন আটক, অস্ত্র উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় ৮ যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের যৌথবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সোনারগাঁ উপজেলার সম্ভুপুড়া ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুড়ি, ১টি লোতার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- মোঃ সালমান (১৯), মোঃ সাব্বির আলম (১৮), মোঃ মেহেদী হাসান (২০), মোঃ বোরহান উদ্দিন (২০), মোঃ আব্দুল্লাহ (২০), মোঃ হাসান (২১), মোঃ মেহেদী হাসান (২০), মোঃ তাছিন আহম্মেদ (১৯)।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

RSS
Follow by Email