সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

সেই শিশু আরাফাত হত্যাকাণ্ডে র‌্যাবের হাতে আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মাদ্রাসার ছাত্র শিশু আরাফাত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তফাজ্জল হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-১’র একটি দল। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম টঙ্গী থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তফাজ্জল হোসেন হলো, সোনারগাঁয়ের ভারগাও কাজীপাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম শিশু আরাফাত হোসেন একই উপজেলার ভারগাও কাজীপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। আরাফাত ভারগাও নেছারিয়া দালিখ মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র ছিলেন। ২ ডিসেম্বর সকালে নিজ বাড়ী হতে তার মামার বাড়ী ভারগাও চৌধুরীপাড়ার উদ্দেশ্যে রওনা হয় আরাফাত। মামার বাড়ীতে আরাফাত না পৌছালে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে আরাফাতকে খোজাখুজি করতে থাকে। পরবর্তিতে ৮ ডিসেম্বর সোনারগাঁয়ের সাদিপুর ইউপির আদমপুর কাশেম মাস্টারের পুকুরে কচুরীপানার মধ্যে তার লাশ পাওয়া যায়। পুরিশ এসে নিহতের লাশ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরন করেন। নিহত বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email