সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

সেই মিশুক চালক হত্যায় ব্যবহৃত বেল্ট উদ্ধার, আটক ১

লাইভ নারায়াণগঞ্জ: ফতুল্লায় মিশুক চালক রাজু(১৭) হত্যার ঘটনায় পারভেজ(৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ) দুপুরে ফতুল্লায় লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত পারভেজ হলেন ফতুল্লার পাগলা বটতলা বৌ বাজার এলাকার মুসা মিয়ার পুত্র। তার তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত বেল্ট ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরে আজম মিয়া তথ্যটি লাইভ নারায়াণগঞ্জকে নিশ্চিত করেন। তিনি বলেন, মিশুক চালক রাজু হত্যাকান্ডের ঘটনায় পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে। নিহত রাজুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যে বেল্টটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, সে বেল্টিও উদ্ধার করা হয়েছে।

RSS
Follow by Email