বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
রূপগঞ্জ

সেই চনপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুন খুন

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জিহাদ (২২) নামের এক তরুন নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে পজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন।

জানা গেছে, নিহত জোবায়ের চনপাড়া এলাকার ৮ নম্বর গলির মো. জামালের ছেলে৷ জিহাদ স্থানীয় একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে কাজ করতেন। তার স্ত্রী সুমাইয়া সাত মাসের অন্তঃসত্ত্বা বলেন জানান পরিবারের সদস্যরা। নিহতের পিতা জামাল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে, রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে থানার পরিদর্শক জোবায়ের হোসেন জানান, রাতে পুরোনো দ্বন্দ্বের জেরে ওই তরুণকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

তিনি বলেন, ময়না তদন্ত শেষ। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email