মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
Led05ক্রীড়াশিক্ষা

সেইলর চেকমেট না.গঞ্জ: ৩ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন রায়ান, সাফায়েত ও মাবরুর

লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে অনুষ্ঠিত ‘সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট’ এ তিনটি বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুদে দাবাড়ুরা। সেইলরের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ জন ছাত্রছাত্রী ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করে।

অনূর্ধ্ব-১৮ বিভাগে ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তার অনবদ্য পারফরম্যান্স তাকে এই শিরোপা এনে দিয়েছে।

এদিকে, অনূর্ধ্ব-১৪ বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান চ্যাম্পিয়ন হয়েছেন।

অপরদিকে, অনূর্ধ্ব-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।

টুর্নামেন্ট শেষে মহসিন ক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ এবং চেজ বাংলাদেশ.কম সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিনা জাহান। এই টুর্নামেন্ট নারায়ণগঞ্জের তরুণ দাবাড়ুদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

RSS
Follow by Email