মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
Led05অর্থনীতি

সুলভমূল্যে জেলা প্রশাসনের ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় শুরু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৩ মার্চ) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রান্তিক জনগণের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জ শহরের তিনটি নির্ধারিত স্থানে এ সেবা প্রদান করা হবে—জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও তক্কার মাঠ।

এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে পণ্যগুলো বিক্রয় করা হবে— ডিম ১০০ টাকা প্রতি ডজন, দুধ ৮০ টাকা প্রতি কেজি, গরুর মাংস ৬৫০ টাকা প্রতি কেজি ও ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকা প্রতি কেজি। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন বলে জানায় জেলা প্রশাসন।

RSS
Follow by Email