সুপ্রিম কোর্টে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে না.গঞ্জের জিল্লুর রহমান
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী বারের সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর মঞ্জরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুলকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিন সরকার পৃথক প্রজ্ঞাপনে আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১০৯ জন নতুন আইন কর্মকর্তা রাষ্ট্রপক্ষে কাজ করার সুযোগ পেলেন।
নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং আতিস দিপংকর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।
তিনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত। ২০০৭ সালে তিনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে যুক্ত হন এবং দীর্ঘদিন নারায়ণগঞ্জ আদালতে প্র্যাকটিস করেন। নারায়ণগঞ্জ বারে তিনি ২০১২-১৩ সালে সমিতির কার্যনির্বাহী সদস্য এবং ২০১৩-১৪ সালে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৩ সাল থেকে অ্যাডভোকেট মুকুল বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন এবং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তার এই নিয়োগে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে আনন্দের ঢেউ লেগেছে।
