‘সুজন’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাগরিক সমস্যা সমাধানে অঙ্গীকার
লাইভ নারায়ণগঞ্জ: সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে তা সমাধানে সুজনের জোরালো ভূমিকা পালনের ওপর আলোকপাত করেন।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুর মাঠ এলাকার রূপসী বাংলা কনভেনশন হলে গিয়ে সমাপ্ত হয়।
আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নারায়ণগঞ্জের প্রধান সমস্যাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি, নগরীর যানজট সমস্যা এবং সরকারের বিভিন্ন দপ্তরে নাগরিকদের সেবা পেতে ভোগান্তির শিকার হওয়া ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় উপস্থিত সকলেই সুজন কর্তৃক প্রদত্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার নিমিত্তে লিখিতভাবে প্রত্যেকে তিনটি করে প্রস্তাবনা লিখে দেন।
বক্তারা তাদের বক্তব্যে সুজনের মতো নাগরিক সংগঠনের অসামান্য ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন প্রবীনদের সংগঠন ৫০ উর্ধ্ব কফি হাউস শেষ বেলার সভাপতি সংবাদকর্মী মো. শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক, মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে আলোচনা সভার সভাপতি তথা সুজন জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন এবং কেক কাটার মাধ্যমে সকলে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
অনুষ্ঠানে সৃষ্টির গ্রুপ থিয়েটার ও সেবা সংস্থার নির্বাহী সভাপতি মোঃ আশাব উদ্দিন, সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মো: আশরাফুল হক আশু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু সহ কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
