সীমাহীন ভোগান্তির উত্তরণের একমাত্র সমাধান মেট্রোরেল: খোরশেদ
লাইভ নারায়ণগঞ্জ: দেশের সর্বোচ্চ করদাতা জেলা হওয়া সত্ত্বেও মেট্রোরেলের মতো আধুনিক পরিবহন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নারায়ণগঞ্জ। এটিকে ‘চরম বৈষম্য’ উল্লেখ করে অবিলম্বে নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানিয়েছেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী একটি শিল্পাঞ্চল ও জনবহুল নগরী। প্রতিদিন লক্ষাধিক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। তবে যানজট, ভাঙাচোরা রাস্তা, অতিরিক্ত ভাড়া এবং পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো মেট্রোরেল।
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা জেলা, অথচ আমরা মেট্রোরেলের মতো একটি প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এটি প্রমাণ করে যে নারায়ণগঞ্জ চরম বৈষম্যের শিকার।” এ বৈষম্যের প্রতিবাদে মেট্রোরেলে নারায়ণগঞ্জকে সংযুক্ত না করলে কর প্রদান থেকে বিরত থাকার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
খোরশেদ বলেন, “ঢাকা শহরের উন্নয়নের ধারাবাহিকতায় যদি নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা না হয়, তবে এটি নাগরিকদের প্রতি চরম অবিচার হবে।” তিনি শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দ্রুত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন ও দাবি জানানোর জন্য নারায়ণগঞ্জসহ দেশের সকল সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানান।