সীমানা পরিবর্তনের খসড়ায় না.গঞ্জ-৩ আসনে প্রস্তাবিত যে এলাকা
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে সারা দেশের ৩৯ সংসদীয় আসনগুলোর মধ্যে সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এই আসনগুলার মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রস্তাবিত হয়েছে ২টি উপজেলা।
চুরান্ত খসড়ায় নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য সোনারগাঁও ও বন্দর উপজেলা সীমানা রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয় আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
এ আসনের প্রস্তাবিত সোনারগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ আছে। সেগুলো হলো:
১. কাঁচপুর,
২. সাদিপুর,
৩. জামপুর,
৪. সনমান্দী,
৫. নোয়াগাঁও,
৬. বারদী,
৭. বৈদ্যের বাজার,
৮. শম্ভুপুরা,
৯. পিরোজপুর
১০. মোগরাপাড়া ইউনিয়ন।
এছাড়াও বন্দর উপজেলার মোট পাঁচটি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো হলো:
১. কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ,
২. বন্দর ইউনিয়ন পরিষদ,
৩. মুছাপুর ইউনিয়ন পরিষদ,
৪. ধামগড় ইউনিয়ন পরিষদ এবং
৫. মদনপুর ইউনিয়ন পরিষদ।