মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Led05রাজনীতি

সিরাজুল ইসলামের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন ।  তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “ সিরাজুল ইসলাম ছিলেন একজন সৎ, ভদ্র ও ভালো মনের মানুষ। তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি। আগামী দিনের রাজনীতিতে তার মতো নিবেদিত কর্মীর বড় প্রয়োজন ছিল।”

তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুম সিরাজুল ইসলামকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”

উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টার দিকে এনসিসি ১নং ওয়ার্ডের মধ্য পাইনাদী এলাকার বাসিন্দা  সিরাজুল ইসলাম ইন্তেকাল করেন। সোমবার বাদ এশা সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

RSS
Follow by Email